মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি মো. রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, পৌর সচিব মো. হারুণ অর রশিদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, পৌর কাউন্সিলর শফিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। পৌর সচিব মো. হারুন অর রশিদ জানান, মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার নিজস্ব কোন জমি না থাকার কারনে বর্জ্য ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষে এবং জায়গা নির্ধারন করার জন্য উপজেলা প্রশাসনের সমন্বয় বৈঠক হয়েছে। এতে প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকরা মতামত দিয়েছেন। তিনি আরও জানান, সর্ব সম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে মঠবাড়িয়া থানার ওসিকে আহবায়ক এবং আমাকে (পৌর সচিব) সদস্য সচিব করা হয়েছে। এ সার্চ কমিটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে উপজেলা ১১ টি ইউনিয়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এবং মতামত দিবেন। পরবর্তিতে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা বিশ্লেষন করে এমন স্থান নির্ধারণ করবো যাহাতে জনসাধারণ ও পরিবেষের যেন তেমন একটা ক্ষতি না হয়।

নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন