নিউমার্কেট খাল খননের অগ্রগতি পরিদর্শন

মঠবাড়ীয়া পৌরসভার নিউমার্কেট নাগরিকদের প্রানের দাবী ছিল জলবদ্ধ থেকে মুক্তি পাওয়ার কিন্তু সেই আশা কেউ পুরন করতে পারেনি যখন পৌরসভায় পৌর প্রশাসক ও পৌরবাসীর বাতিঘর এসেছে তখন থেকেই পৌরসভার প্রত্যেকটি অলিগলিতে উন্নয়নের ছোঁয়াবয়ে যাচ্ছে তারই সাথে সাথে সেই দীর্ঘদিনের নিউমার্কেটের জলবদ্ধ থেকে মুক্তি দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নবনিযুক্ত
পৌর প্রশাসক
জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর।

* নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন