mathbariapourashava

 

মঠবাড়ীয়া পৌরসভা ১৯৯৩ খ্রিঃ স্থাপিত বাংলাদেশের সর্ব দক্ষিণে পিরোজপুর জেলায় এটি অবস্থিত। মঠবাড়ীয়া পৌরসভাটি একটি নদী বেষ্টিত নিচু এলাকা। মঠবাড়ীয়া পৌর এলাকার পূর্ব পাশ দিয়ে বিশখালী, নদী পশ্চিম পাশ দিয়ে বলেশ্বর ও দক্ষিণে বঙ্গপসাগরে প্রবাহিত হয়েছে। প্রথমে এটি একটি কমিনিউটি সেন্টারে কার্যক্রম শুরু করে পরে এখন নিজস্ব ভবনে আছে।
আমাদের সকলের প্রাণপ্রিয় মঠবাড়িয়া সবুজে শ্যামলে প্রকৃতির লীলায়িত কোলে নিবেদিত চিত্তে দোলায়মান, স্রোতস্বীনি বলেশ্বর, পোনা, মৃত হলতা নদীর আজন্ম লালিত এই মঠবাড়িয়া। বঙ্গোপসাগর বিধৌত ভাসমান স্বর্গ এই মঠবাড়িয়া যার অনতিদূরে মায়াবী ডাগর চোখে লাস্যময়ী সুহাসনী সুন্দরবন প্রতিনিয়ত হাত ছানি দিয়ে ডাকে।